অধ্যক্ষের শুভেচ্ছা বার্তা
সাপটগ্রাম মহাবিদ্যালয়ের বাংলা বিভাগ প্রতি বছরের ন্যায় এবছরও তাদের বিভাগীয় মুখপত্র 'অপাবৃণু' প্রকাশ করতে চলেছে জেনে আনন্দ পেলাম। বিভাগীয় মুখপত্রের মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের মানসিক ও বৌদ্ধিক বিকাশ ঘটুক ও সর্বোপরি বিভাগের জয় যাত্রা শুভ হোক এই কামনা করি।
অধ্যক্ষ
ড° রাজেশ্বর প্রসাদ সিং
সাপটগ্রাম মহাবিদ্যালয়