সম্পাদকীয়
‘যদি মনে এমন বুঝিতে পারেন যে, লিখিয়া দেশের বা মনুষ্য
জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন, অথবা সৌন্দর্য্য
সৃষ্টি করিতে পারেন তবে অবশ্য লিখিবেন।’
—- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
আমাদের বাংলা বিভাগীয় ই-মেগাজিন 'অপাবৃনু’ চরৈবেতি মহামন্ত্রে উজ্জীবিত হয়ে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে। আর এই যাত্রাপথে প্রতিটি পর্যায়ে আমরা আপনাদের কাছ থেকে যে উদ্দীপনা এবং অনুপ্রেরণা পেয়েছি, তা আমাদের এই প্রচেষ্টাকে আরও সমৃদ্ধ এবং অর্থবহ করে তুলেছে। বলতে দ্বিধা নেই 'অপাবৃনু'র প্রতিটি সংখ্যাতেই আমরা চেষ্টা করি নতুন নতুন বিষয়বস্তু এবং প্রতিভাকে তুলে ধরতে। এই সংখ্যাতেও রয়েছে কবিতা, গল্প, প্রবন্ধ, যা পাঠকদের চিন্তার খোরাক জোগাবে। এছাড়াও আছে আমাদের বিভাগীয় কার্যক্রমের ছবি,শিক্ষার্থীদের সৃজনশীল উপস্থাপনা।
আমাদের এই প্রচেষ্টায় আপনাদের সমর্থন এবং অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আরও ভালো কিছুর আশায়, আমরা এগিয়ে যেতে চাই নতুন সম্ভাবনার পথে।
শুভেচ্ছান্তে,
ড. চৈতালী ভৌমিক
সম্পাদিকা, ‘অপাবৃনু’
বাংলা বিভাগ,
সাপটগ্রাম মহাবিদ্যালয়