মুখ্য সম্পাদকের বার্তা
সাপটগ্রাম মহাবিদ্যালয় বাংলা বিভাগ অন্যান্য বছরের ন্যায় এবছরও বিভাগীয় মুখপত্র 'অপাবৃণু' প্রকাশ করতে চলেছে এরজন্য প্রথমেই বাংলা বিভাগকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। বিভাগীয় বার্ষিক পত্রিকা 'অপাবৃণু' সত্যের আবরণ উন্মোচিত হোক, ছড়িয়ে পড়ুক সত্য ধর্মের চিরন্তন বাণী। সকল ছাত্র -ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের আমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ড° কৃষ্ণ কান্ত রায়
বিভাগীয় প্রধান
বাংলা বিভাগ
সাপটগ্রাম মহাবিদ্যালয়