বার্তা সংযোগ
একটি বার্ষিক পত্র বিশেষ
বাংলা বিভাগ
সাপটগ্রাম মহাবিদ্যালয়
সম্পাদকীয় কলমে …°°
বার্তা সংযোগ একটি বার্ষিক পত্রবিশেষ। সাপটগ্রাম মহাবিদ্যালয়ের বাংলা বিভাগ একটি ঐতিহ্যবাহী বিভাগ । মহাবিদ্যালয়ের প্রারম্ভ থেকে এই বিভাগ শিক্ষা প্রদানের সঙ্গে সাহিত্য- সমাজ- সংস্কৃতি মূলক হরেক রকম কাজের সঙ্গে যুক্ত । বিভাগীয় প্রাত্যহিক আলোচনা সভা থেকে আন্তর্জাতিক আলোচনা সভা ,শিক্ষক দিবস ,ভাষা শহীদ দিবস,রবীন্দ্র -নজরুল জয়ন্তী ,চিত্রাংকন প্রতিযোগিতা ,কুইজ প্রতিযোগিতা ,বানান কর্মশালা, নাচ -গান পরিবেশন ,কবিতা আবৃত্তি ইত্যাদি নানাবিধ অনুষ্ঠানাদি বাংলা বিভাগ প্রতিবছর আয়োজন করে থাকে । তাছাড়া পার্শ্ববর্তী গ্রামগুলোতে সমাজ -সংস্কৃতি -সচেতনতা মূলক নানাবিধ কাজের মাধ্যমে সার্বিক উন্নতি সাধনে প্রচেষ্টা বাংলা বিভাগ করে যাচ্ছে । বাংলা বিভাগের যাবতীয় এই কর্মযজ্ঞের খতিয়ান চিত্রিত করার প্রচেষ্টা চলতে থাকবে প্রতিবছরই বার্তা সংযোগ পত্রে । যাদের অনুমোদন ও প্রচেষ্টায় এই বিশাল কর্মযজ্ঞ সম্পাদন হয়ে আসছে ,তারা হলেন সাপটগ্রাম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড° রাজেশ্বর প্রসাদ সিং ,বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড° কৃষ্ণকান্ত রায়, সহকারী অধ্যাপিকা ড° চৈতালি ভৌমিক, সহকারী অধ্যাপক ড° বাপি চন্দ্র দাস ও প্রভাষক সৌরভ সাহা । বাংলা বিভাগ এভাবে মহৎ -সুন্দর ও কল্যাণমূলক কর্মযজ্ঞের জয়যাত্রার ধারা অব্যাহত রাখবে ।
সৌজন্যে
ড° বাপি চন্দ্র দাস
সহকারী অধ্যাপক
বাংলা বিভাগ ,সাপটগ্রাম মহাবিদ্যালয়
ওরিয়েন্টেশন প্রোগ্রাম
৫ আগস্ট, ২০২৩, সাপটগ্রাম কলেজের বাংলা বিভাগের উদ্যোগে প্রথম পাঠ্যক্রমে নবাগত ছাত্র-ছাত্রীদের নিয়ে এক ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে । নতুন এন°ই°পি -এর সিলেবাস নিয়ে আলোচনা করেন বিভাগীয় অধ্যাপক- অধ্যাপিকারা। নিচে কিছু ছবি দেওয়া হল
২২ শে শ্রাবনে রবীন্দ্র শ্রদ্ধাঞ্জলি
৭ আগষ্ট,২০২৩, রবীন্দ্রনাথের তিরোধান দিবস উপলক্ষে রবীন্দ্রনাথের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য একটি আগাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক - অধ্যাপিকারা ও বিভাগের ছাত্র-ছাত্রীরা। নিচে অনুষ্ঠানের কিছু ছবি দেওয়া হল।
বিভাগীয় আলোচনা চক্র
১৬ আগষ্ট,২০২৩, তারিখে বাংলা বিভাগের সাপ্তাহিক আলোচনা চক্রের আয়োজন করা হয়। আলোচনা চক্রে উপস্থিত ছিলেন বিভাগীয় অধ্যাপক- অধ্যাপিকেরা ও বিভাগীয় ছাত্র-ছাত্রীরা। আলোচনা চক্রে অংশ নেয় ।বাংলা বিভাগের তৃতীয় পাঠ্যক্রমের ছাত্রছাত্রীরা। নিচে আলোচনা চক্রের কিছু ছবি দেওয়া হল।
পিয়ার টিচিং প্রোগ্রাম
২৬ আগষ্ট,২০২৩ তারিখে বাংলা বিভাগ একটি বিভাগীয় পিয়ার টিচিংয়ের আয়োজন করে । এই পিয়ার টিচিং এ উপস্থিত ছিলেন বিভাগীয় অধ্যাপক - অধ্যাপিকারা এবং বিভাগীয় ছাত্র ছাত্রীরা। এই টিচিং -এ ক্লাস নেয় স্নাতক তৃতীয় পাঠক্রমে ছাত্রী স্নেহা সাহা। নিচে কিছু ছবি দেওয়া হল
বিভাগীয় গ্রুপ ডিসকাশন
২৮ আগস্ট, ২০২৩, বাংলা বিভাগের উদ্যোগে একটি বিভাগীয় গ্রুপ ডিসকাশনের আয়োজন করা হয়। এই আলোচনার বিষয় ছিল 'বাল্যবিবাহ'। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় অধ্যাপক - অধ্যাপিকারা। এই আলোচনায় অংশ নেয় বাংলা বিভাগের ছাত্র-ছাত্রীরা । নিচে আলোচনার কিছু ছবি দেওয়া হল।
বিভাগীয় আলোচনা চক্র
৩০ আগস্ট,২০২৩, বাংলা বিভাগের বিভাগীয় আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। আলোচনা চক্রের বিষয় ছিল - “ কাস্তে কবিতার মূল ভাব এবং শিশু ও কিশোর সাহিত্যের ইতিহাস”। আলোচনায় অংশ নেয় , প্রথম ও পঞ্চম পাঠ্যক্রমের ছাত্র-ছাত্রীরা । তাছাড়া উপস্থিত ছিল বিভাগীয় ছাত্র-ছাত্রীরা । এই আলোচনা চক্রের সভাপতি ছিলেন বিভাগীয় প্রধান ড° কৃষ্ণ কান্ত রায় । আর তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন বিভাগীয় অধ্যাপিকা ড° চৈতালি ভৌমিক ও অধ্যাপক ড° বাপি চন্দ্র দাস। নিচে অনুষ্ঠানের কিছু ছবি দেওয়া হল।
তর্ক প্রতিযোগিতা
২ সেপ্টেম্বর, ২০২৩ , সাপটগ্রাম মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে একটি তর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয় । তর্ক প্রতিযোগিতার বিষয় ছিল , রেগিং মুক্ত শিক্ষাঙ্গন। এই তর্ক প্রতিযোগিতায় পরিচালক ছিলেন ড ° কৃষ্ণ কান্ত রায়। বিচারক ছিলেন বিভাগীয় অধ্যাপক - অধ্যাপিকারা। এই প্রতিযোগিতায় অংশ নেয় বিভাগের ছাত্র- ছাত্রীরা। এই প্রতিযোগিতায় প্রথম প্রতিযোগী হয় ,রাজা মন্ডল ,দ্বিতীয় সঞ্চিতা চক্রবর্তী , তৃতীয় নিলাক্ষ মন্ডল। প্রতিযোগিতায় উপস্থিত ছিল বাংলা বিভাগের সকল ছাত্রছাত্রীরা । নিচে কিছু ছবি দেওয়া হল ।
শিক্ষক দিবস ও স্বর্ণ জয়ন্তী উদযাপন
৫ ই সেপ্টেম্বর , ২০২৩ সাপটগ্রাম মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে বিভাগের স্বর্ণ জয়ন্তী উদযাপন করা হয়। সেই সঙ্গে বিভাগের ছাত্র-ছাত্রীর উদ্যোগে শিক্ষক দিবস পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আর°পি°সিং, উপাধ্যক্ষ এম° এইচ চৌধুরী। অতিথি বৃন্দের মধ্যে ছিলেন সুকুমার দে, গৌতম পাল প্রমুখ। তাছাড়া উপস্থিত ছিলেন আই° কিউ°এ°সি কোরডিনেটর
ড° যোগমায়া পাল, বিভাগীয় অধ্যাপক ড° কৃষ্ণ কান্ত রায়, অধ্যাপিকা ড° চৈতালি ভৌমিক, ড° বাপি চন্দ্র দাস, সৌরভ সাহা এবং বিভাগের ছাত্র ছাত্রীরা। নিচে অনুষ্ঠানের কিছু ছবি দেওয়া হল
।
বিভাগীয় আলোচনা চক্র
১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ বাংলা বিভাগের বিভাগীয় আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। আলোচনা চক্রের বিষয় ছিল - “ চর্যাপদের সমাজ চিত্র ”। আলোচনায় অংশ নেয় , তৃতীয় পাঠ্যক্রমের ছাত্র-ছাত্রীরা । তাছাড়া উপস্থিত ছিল বিভাগীয় ছাত্র-ছাত্রীরা । এই আলোচনা চক্রের সভাপতি ছিলেন বিভাগীয় প্রধান ড° কৃষ্ণ কান্ত রায় । আর তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন বিভাগীয় অধ্যাপিকা ড° চৈতালি ভৌমিক ও অধ্যাপক ড° বাপি চন্দ্র দাস। নিচে অনুষ্ঠানের কিছু ছবি দেওয়া হল।
বিভাগীয় আলোচনা চক্র
২০ শে সেপ্টেম্বর, ২০২৩ বাংলা বিভাগের বিভাগীয় আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। আলোচনা চক্রের বিষয় ছিল - “ সুকুমার রায়ের নির্বাচিত ছড়ার বিশ্লেষণ ”। আলোচনায় অংশ নেয় , প্রথম পাঠ্যক্রমের ছাত্র-ছাত্রীরা । তাছাড়া উপস্থিত ছিল বিভাগীয় ছাত্র-ছাত্রীরা । এই আলোচনা চক্রের সভাপতি ছিলেন বিভাগীয় প্রধান ড° কৃষ্ণ কান্ত রায় । আর তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন বিভাগীয় অধ্যাপিকা ড° চৈতালি ভৌমিক ও অধ্যাপক ড° বাপি চন্দ্র দাস। নিচে অনুষ্ঠানের কিছু ছবি দেওয়া হল।
ইন্টার ডিপার্টমেন্ট ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম
৯ অক্টোবর, ২০২৩, সাপটগ্রাম মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে একটি ইন্টার ডিপার্টমেন্ট ফ্যাকাল্টি এক্সিডেন্ট প্রোগ্রামের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের বক্তা ছিলেন সাপটগ্রাম মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের আংশিক প্রভাষিকা সুদেষ্ণা চক্রবর্তী। বিভাগীয় ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সার্থক করে তুলে। নিচে অনুষ্ঠানের কিছু সবই দেওয়া হল।
জাতীয় স্তরের কর্মশালা
০১/১১/২৩ তারিখে সাপটগ্রাম মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে এক তিন দিন ব্যাপী জাতীয় স্তরের কর্মশালার আয়োজন করা হয় এই কর্মশালার শিরোনাম ছিল 'থ্রি ডেস ন্যাশনাল লেভেল প্রফেশনাল ট্রেনিং এন্ড ওয়ার্কশপ অন হেন্ডি ক্রাফটস । এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে শাপটগ্রাম মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শাপটগ্রাম শহরের বিভিন্ন হাইস্কুলের ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাংলা বিভাগের প্রত্যেক সহকারী অধ্যাপক - অধ্যাপিকা ও শাপটগ্রাম মহাবিদ্যালয়ের অন্যান্য বিভাগের সহকারী অধ্যাপক -অধ্যাপিকা । নিচে অনুষ্ঠানের কিছু ছবি দেওয়া হল।
ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম
২৫/১১/২৩ তারিখে সাপটগ্রাম মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে এক ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম অনুষ্ঠিত হয় । এক্সচেঞ্জ প্রোগ্রামের ফ্যাকাল্টি ছিলেন বিলাসিপারা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা শ্রীমতী শম্পা কুন্ডু । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপিকা ড° চৈতালি ভৌমিক ও সহকারী অধ্যাপক ড° বাপি চন্দ্র দাস । তাছাড়া উপস্থিত ছিল বাংলা বিভাগের ছাত্র-ছাত্রীরা । নিচে অনুষ্ঠানের কিছু ছবি দেওয়া হলো।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
২১/০২/২৪ তারিখে সাপটগ্রাম মহাবিদ্যালয়ের বাংলা বিভাগ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপটগ্রাম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ,উপাধ্যক্ষ, বাংলা বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা ও বাংলা বিভাগের ছাত্রছাত্রীরা। তাছাড়া উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বিভাগীয় আলোচনা চক্র
২৮/০২/২৪ তারিখে বাংলা বিভাগের বিভাগীয় আলোচনা চক্র অনুষ্ঠিত হয় । তাছাড়া উপস্থিত ছিলেন বিভাগীয় ছাত্র ছাত্রীরা। এই আলোচনা চক্রের সভাপতি ছিলেন বিভাগীয় প্রধান কৃষ্ণ কান্ত রায়। আর তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন বিভাগীয় সহকারী অধ্যাপিকা ড° চৈতালি ভৌমিক ও সহকারী অধ্যাপক ড° বাপি চন্দ্র দাস । নিচে অনুষ্ঠানের কিছু ছবি দেওয়া হল। আলোচনা চক্রের বিষয় ছিল , “ দুষ্মন্তের প্রতি শকুন্তলা পত্রে বর্ণিত শকুন্তলার বিরহ বেদনার চিত্র।” আলোচনা অংশ নেয় প্রথম পাঠ্যক্রমের ছাত্র ছাত্রীরা।
নিচে কিছু ছবি দেওয়া হল।
বিশ্ববিদ্যালয় পরিদর্শন
০৫/০৩/২৪ তারিখে সাপটগ্রাম মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আয়োজন করা হয়। এই পরিদর্শনে অংশ নেয় সাপটগ্রাম মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র-ছাত্রী। অধ্যাপক অধ্যাপিকা মধ্যে ছিলেন বিভাগীয় প্রধান ড° কৃষ্ণ কান্ত রায়, ড° চৈতালি ভৌমিক, ড° বাপি চন্দ্র দাস ও প্রভাষক সৌরভ সাহা। এই দিন সাপটগ্রাম মহাবিদ্যালয় থেকে যাত্রা শুরু করে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে যাওয়া হয়। নিচে বিশ্ববিদ্যালয় পরিদর্শনের কিছু ছবি দেওয়া হলো।
বিশেষ বক্তব্য অনুষ্ঠান
১৩/০৩/২৪ তারিখে সাপটগ্রাম মহাবিদ্যালয়ের বাংলা বিভাগ একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তা ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সুকুমার দে। নীচে কিছু ছবি দেওয়া হল।
স্পোকেন ইংলিশ সার্টিফিকেট কোর্সের উদ্বোধন
১৩/০৩/২৪ তারিখে সাপোজ গ্রাম মহাবিদ্যালয় এর বাংলা বিভাগ স্পোকেন ইংলিশ সার্টিফিকেট কোর্সের শুভ উদ্বোধন করে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ উপাধ্যক্ষ বাংলা বিভাগের অধ্যাপক অধ্যবিকারা। আর উপস্থিত ছিল এই সার্টিফিকেট করছে ভর্তি হওয়া ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা। নিচে অনুষ্ঠানের কিছু ছবি দেওয়া হল।
অভিভাবক সাক্ষাৎকার
২০/০৩/২৪ তারিখে সাপটগ্রাম মহাবিদ্যালয়ের বাংলা বিভাগ , বিভাগের সকল ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের নিয়ে একটি সভার আয়োজন করে। উক্ত সভায় প্রায় সিংহভাগ অভিভাবক উপস্থিত ছিলেন। এই সভায় বিশেষ করে ছাত্র-ছাত্রীদের পড়া-শুনার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। নিচে সভার কিছু ছবি দেওয়া হল।
প্রাক্তনী সম্মেলন
৩১/০৩/২৪ তারিখে বাংলা বিভাগের উদ্যোগে একটি প্রাক্তনী সম্মেলন সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন শাপট ষগ্রাম মহাবিদ্যালয় বাংলা বিভাগের প্রাক্তনীরা। নিচে কিছু ছবি দেওয়া হল
ছাত্র দিবস উদযাপন
৩১/০৩/২৪ তারিখে সাপটগ্রাম মহাবিদ্যালয়ের ইংরেজি বড় ও বাংলা বিভাগের উদ্যোগে ছাত্র দিবস উদযাপন করা হয় । নিচে কিছু ছবি দেওয়া হল।
বিভাগীয় আলোচনা চক্র
১৭/০৫/২৪ তারিখে সাপটগ্রাম মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের সাপ্তাহিক বিভাগীয় আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। এই আলোচনা চক্রের বিষয় ছিল ‘কপালকুণ্ডলা উপন্যাসের কপালকুণ্ডলা চরিত্র’। এই আলোচনা চক্রের সভাপতি ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড° কৃষ্ণকান্ত রায়। তাছাড়া উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড° বাপি চন্দ্র দাস ও আংশিক প্রভাষক সৌরভ সাহা। আলোচনা চক্রে অংশ গ্রহণ করে বাংলা বিভাগের দ্বিতীয় পাঠ্যক্রমের ছাত্র-ছাত্রী। তাছাড়া বিভাগের অন্যান্য ছাত্রছাত্রী উপস্থিত ছিল। নিচে আলোচনা চক্রের কিছু ছবি দেওয়া হল।
দু'দিন ব্যাপী রবীন্দ্র জন্ম জয়ন্তী উদযাপন
৮ ও ৯ মে, ২০২৪ তারিখে দু'দিন ব্যাপী সাপটগ্রাম মহাবিদ্যালয়ের বাংলা বিভাগ রবীন্দ্র জন্ম জয়ন্তী উদযাপন করে। প্রথম দিনের কার্যসূচিতে ছিল রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বৃক্ষরোপণ, রচনা প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা করা হয়। দ্বিতীয় দিন নৃত্য, গান, নাটক, কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়। তাছাড়া বক্তব্য রাখেন অধ্যক্ষ রাজেশ্বর প্রসাদ সিং, বিশিষ্ট শিক্ষাবিদ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রশান্ত চ্যাটার্জী, বিভাগীয় প্রধান ড° কৃষ্ণকান্ত রায়, শিক্ষা বিভাগের প্রধান শিক্ষাবিভাগের প্রধান ডঃ মুনমুন ব্যানার্জি। নীচে অনুষ্ঠানসূচি ও অনুষ্ঠানের কিছু ছবি দেওয়া হল।